আইবুড়ো ভাত খাওয়া থেকে শুরু করে বিয়ের কার্ড ছাপানো সব কিছুই হয়েছে নিয়ম করেই। কিন্তু বিয়ের দিনেই ছন্দপতন। বিয়ে করতে গিয়ে বর জানতে পারলেন প্রতারিত হয়েছেন তিনি। বিয়ের টোপ দিয়ে কাটোয়ায় নিয়ে এসে প্রতারণা করেছেন কনে। তারপর ছাদনাতলার বদলে থানার গিয়ে হাজির বর সহ বরযাত্রীরা।
নদীয়ার বালিয়াডাঙার ফরিদপুরের বাসিন্দা নয়ন ঘোষ। তাঁর অভিযোগ, রবিবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়াতে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। কনের বাড়িতে যাওয়ার জন্য ফেরিঘাটে অপেক্ষা করছিলেন। কনেপক্ষকে ফোন করে জানালে বারবার অপরপ্রান্ত থেকে জানানো হয়, কিছুক্ষণের মধ্যেই তাঁদের আনতে লোক পৌঁছবে ভাগীরথীর ঘাটে। প্রায় ঘণ্টা তিন পেরিয়ে যাওয়ার পরেও কেউ না আসায় ফের ফোন করেন বরযাত্রীরা। সেসময় কনেপক্ষের সবার ফোন সুইচ অফ ছিল। তারপরেই থানায় অভিযোগ করেন নয়ন ঘোষ।
নয়ন জয়পুরে সোনার কারিগর। তাঁর সঙ্গে কাজ করেন মুর্শিদাবাদের বাসিন্দা সোমনাথ ঘোষ। সোমনাথের সূত্রেই ওই যুবতির সঙ্গে আলাপ হয় নয়নের। একাধিকবার তাঁদের মধ্যে দেখাও হয়েছে। এবং যুবতির কথাতেই বিয়ে ঠিক হয় তাঁদের মধ্যে।