এবার সুপ্রিম কোর্টের দারস্থ হলেন চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা দেশের শীর্ষ আদালতের দারস্থ হয়েছেন। দুর্নীতির দায়ে আগেই তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়দান এখনও বাকি। তার মাঝেই এবার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন কাজ হারানো কর্মীরা।
দুর্নীতির জেরে এসএসসি গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, ওই কর্মীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরি হারানোরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে ডিভিশন বেঞ্চের রায়দান না হতেই এবার একেবারে সুপ্রিম কোর্টে গেলেন গ্রুপ ডি কর্মীরা।
আরও পড়ুন- NIA Raid: পাকিস্তান থেকে অস্ত্রপাচার মামলায় গ্যাংস্টার যোগ, একযোগে ৭২ জায়গায় হানা এনআইএর