নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মঘাতী হল এক জি আর পি কনস্টেবল। ঘটনাটি ঘটেছে বর্ধমান সংলগ্ন পালসিট স্টেশনে। মৃত ওই কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডিউটি করছিলেন শুভঙ্কর। এরপর শুক্রবার ভোরে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সূত্রের খবর ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভালভার দিয়ে আত্মঘাতী হন তিনি। বর্ধমানের একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত কারণ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।