বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের পর এবার তৎপর হল রাজ্য সরকার(West Bengal Govt. on Vande Bharat)। পাথর ছোড়ার ঘটনা রুখতে এবার একাধিক পদক্ষেপ করতে চলেছে জিআরপি। ট্রেনটির সুরক্ষায় বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ(WhatsApp Group) বানানো হচ্ছে। সেই গ্রুপে থাকছেন উত্তরবঙ্গের(Howrah-NJP Vande Bharat Express) প্রতিটি স্টেশনের জিআরপির আইসি এবং ওসি। ট্রেনটি কোনও স্টেশন পেরোলেই সঙ্গে সঙ্গে তার গতিবিধি এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হবে ওই গ্রুপে। বন্দে ভারতের কোচে এবার আরপিএফের(RPF) পাশাপাশি জিআরপিও(GRP in Vande Bharat) থাকবে বলে খবর।
ইতিমধ্যেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে(Howrah-NJP Vande Bharat Express) দু’বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তারপরেই ঘটনার গুরুত্ব বুঝে বুধবার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ি জিআরপির সুপার এস সেলভামুরুগান(S Selvamurugan)। সেখানেই রাজ্যের এই প্রিমিয়াম ট্রেনের সুরক্ষা নিয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে(Vande Bharat Express) প্রথমবার পাথর হামলা হয় বলেই খবর। তারপরেই তড়িঘড়ি বাড়ানো হয় ট্রেনের নিরাপত্তা। মঙ্গলবার একথা জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী(CPRO Eastern Railway)। বিশেষ করে কোচের মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার থেকে সেখানে অতিরিক্ত সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় বহাল করা হবে বলেই খবর। পাশাপাশি, রাজ্যের তরফেও এই ট্রেনের যাত্রাপথে পুলিশি বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ(Eastren Railways)।