তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দার্জিলিং সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। মঙ্গলবার দার্জিলিংয়ের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি। বিলি করলেন পাট্টাও।
মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে মে-জুন মাসে জিটিএ নির্বাচন(GTA Election) করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি, পাহাড়ে হিল ইউনির্ভাসিটি(Hill University) গড়ে তোলা, আরও ২০ লক্ষ পড়ুয়ার জন্য ক্রেডিট কার্ড সহ ৩ লক্ষ ৮০ হাজার চা শ্রমিককে বাড়ি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে চাই সর্বাত্মক ঐক্য, সব বিরোধী দলকে চিঠি মমতার
দার্জিলিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ”প্রচুর পর্যটক আসছেন। সব হোটেলগুলি জুন পর্যন্ত বুকিং। হোম স্টে গুলিও ভাল চলছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিও ভালভাবে চলছে। দার্জিলিঙকে সহায়তা করব। হামরো পার্টি(Hamro Party) চাইছে কাজ করতে। তারা আমার কাছে জেলা প্রাইমারি স্কুল বোর্ড নিয়ে জানিয়েছেন। আমি ব্রাত্য বসুর(Bratya Basu) সঙ্গে কথা বলেছি। হড়কা বাহাদুর ছেত্রী(Harka Bahadur Chhetri) কালিম্পং জেলার ও রোহিত শর্মা দার্জিলিং জেলার প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।”
তবে আবার পাহাড় ইস্যুতেও বিজেপিকে(BJP) একহাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাহাড়বাসীর উদ্দেশ্যে তাঁর আবেদন, ‘পরিযায়ী বিজেপিকে ভরসা করবেন না। ওঁরা ভোটের সময় এসে বহু প্রতিশ্রুতি দেন।”