আগামী দুই বা তিন মাসের মধ্যেই হবে জিটিএ (GTA) নির্বাচন। পাহাড় সফরে গিয়ে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার পর এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা (GJMM) নির্বাচন নিয়ে কিছু পরামর্শ দিতে চেয়েছে৷ বাকি দলগুলি নির্বাচনের বিষয়ে সম্মতি জানিয়েছে।
মমতার সঙ্গে এদিন রোশন গিরি, অনীত থাপার মতো পাহাড়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। দার্জিলিং পুরসভা নির্বাচনে প্রথমবার লড়েই বিজয়ী হয়েছে নবাগত হামরো পার্টি। তাদের সঙ্গেও কথা বলেন মমতা।
আরও পড়ুন: Jagdeep Dhankar meets Amit Shah: বগটুই হিংসার আবহে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল
মুখ্যমন্ত্রী দাবি করেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে। আগামীতে রাজ্য সরকার দার্জিলিংয়ের আরও উন্নয়ন করবে।