আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। কর্তব্যরত অবস্থায় ছাত্রীর সঙ্গে এমন পাশবিক মর্মান্তিক ঘটনা ঘটল কী ভাবে? এই নিয়ে প্রশ্ন উঠছে নারীদের নিরাপত্তার। ঘটনার পর, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের একটি বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয়ে যায় চারিদিকে । রাতে সেমিনার হলে একা শুতে যাওয়া ওই নিহত ছাত্রীর ঠিক হয়নি। প্রশ্ন উঠছে, রাত কি তবে মেয়েদের জন্য নয়? রাতে মেয়েদের সুরক্ষার দাবিতে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে রাত দখলের ডাক দিয়েছেন বাংলার মা বোনেরা।
কিন্তু যেই দাবিতে বিতর্ক, সেই নির্দেশই বহাল করা হল অসমের শিলচর হাসপাতালে। কর্তৃপক্ষের তরফে চিকিৎসক , অচিকিৎসক সমস্ত কর্মীদের রাতে নির্জন স্থান এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাসপাতাল এবং কলেজ চত্বরে একা চলাফেরার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সোমবার বৈঠক করেন শিলচর হাসপাতালের কর্তৃপক্ষ। তাঁদের দাবি, যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার ভিত্তিতেই এই নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া রাতে কেউ যেন হস্টেল ছেড়ে না বের হন, হস্টেলের নিয়ম রীতি যেন যথাযথভাবে পালন করা হয় সেই পরামর্শও দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে বলা হয়েছে জরুরি নম্বরও।