ভাটপাড়ায় (Bhatpara) তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি করেছে। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস (Raj Biswas) ওই এলাকার একটি ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুজন দুষ্কৃতী বাইক করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর গাড়িতে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রচার করতে বেরিয়েছিলেন প্রার্থী রাজ বিশ্বাস। দুপুরের দিকে লোকজন কিছু কম ছিল। তখনই হানা দেয় দুষ্কৃতীরা। গুলির শব্দে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: বিধাননগরে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে পি সি সরকার
বিজেপির অভিযোগ, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব। তৃণমূলের অভিযোগ অস্বীকার করে তাঁদের দাবি, প্রার্থী নিয়ে গণ্ডগোলের জেরেই এই ঘটনা।