চতুর্থীর রাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। টাকার ব্যাগ হাতানোর জন্যই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরায় (Habra)। আহত ওই ব্যবসায়ীর নাম স্বপন সাহা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, চতুর্থীর রাতে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, তাঁর পিছু নেয় কয়েকজন দুষ্কৃতী। কিছুটা পথ যাওয়ার পর আচমকাই তাঁর ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে তারা। এরই মধ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলি গিয়ে লাগে তাঁর পায়ের নীচে।
আরও পড়ুন - খড়গপুর IIT থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা