অবশেষে মুখ খুললেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত সেই ‘রহস্যময়ী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে প্রথমে মেসেঞ্জার, পরে হোয়াটসঅ্যাপে গোপাল দলপতির স্ত্রী জানান, এসবের (দুর্নীতি) সঙ্গে তিনি জড়িত নন। এমনকি, কীভাবে দুর্নীতি হয়, তা নিয়েও তাঁর কোনও ধারণা নেই বলেও মন্তব্য হৈমন্তীর। পাশাপাশি, তাঁর আরও দাবি, শিক্ষা দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে তিনি চেনেন না। কেন কেউ তাঁর নাম বলার পর তা যাচাই করা হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন কুন্তল-বর্ণিত এই 'রহস্যময় নারী'। উল্লেখ্য, এই হৈমন্তীর নাম প্রথম জনসমক্ষে আনেন কুন্তল। প্রথমে ‘রহস্যময় নারী’ বললেও পরে গোপাল দলপতির স্ত্রীর নাম নেন তিনি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালত থেকে বেরোনোর পথে হুগলির যুব তৃণমূল নেতা জানিয়েছিলেন, সব টাকা আছে 'রহস্যময় নারী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। তবে তাঁর কাছে নিয়োগ দুর্নীতির টাকা আছে কীনা, তা যদিও খোলসা করেননি কুন্তল। এর আগেও গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা সহ একাধিক অভিযোগ করেন কুন্তল। এমনকি, তাঁকেই নিয়োগ দুর্নীতির মূল কাণ্ডারী বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন- Iman Chakraborty : ইমনকে লক্ষ্য করে 'অশালীন আচরণ', 'ইঙ্গিত', গ্রেফতার অভিযুক্ত