হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly) । এখন এই একটা নামকে কেন্দ্র করেই যত আলোচনা, জল্পনা, কৌতূহল । তাঁর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) । তিনি কোথায়, এখনও খোঁজ পাওয়া যায়নি । বলতে গেলে অন্তরালেই রয়েছেন রহস্যময়ী । শেষপর্যন্ত অন্তরাল থেকেই মুখ খুললেন হৈমন্তী । আনন্দবাজারের তরফে পাঠানো মেসেজের উত্তরের জবাব দিয়েছেন তিনি ।
সম্প্রতি, আনন্দবাজারের তরফে হৈমন্তীর সঙ্গে মেসেজে যোগাযোগ করা হয় । তাঁকে নিয়ো যে আলোচনা চলছে, যে অভিযোগ উঠছে । সেই বিষয়ে প্রশ্ন করা হয় । সংক্ষিপ্ত জবাবে হৈমন্তী জানান, "আমি ঠিক সময়ে সব কিছুর উত্তর দেব।" কিছুদিন আগে হৈমন্তীর মায়ের গলায় ছিল একই সুর । তিনি জানান, তাঁর মেয়ে এসব কিছু করতেই পারে না । হৈমন্তীকে ফাঁসানো হচ্ছে । সঠিক সময় এলে হৈমন্তী উত্তর দেবে ।
আরও পড়ুন, Mukul Roy Hospitalized : মুকুল রায় অসুস্থ, স্নায়ুজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিধায়ক
গোপাল দলপতিও জানিয়েছেন, প্রাক্তন স্ত্রী হৈমন্তী 'ইনোসেন্ট' । চলতি মাসের গোড়ায় কলকাতায় ইডির দফতরে শেষবার দেখা গিয়েছিল গোপাল দলপতিকে। দাবি করেছিলেন, কিছু নথি তিনি জমা দিতে এসেছিল। তিনি কোনও টাকা নেননি বলেও দাবি করেছিলেন গোপাল। সম্প্রতি, তিনি জানিয়েছেন, হৈমন্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলছে। তবে এই ঘটনায় হৈমন্তীর নাম আসায় তিনি দুঃখ পেয়েছেন। একইসঙ্গে নিজেকেও দুঁষছেন তিনি। তাঁর আক্ষেপ কুন্তলকে ব্যাঙ্ক স্টেটমেন্ট না দেখালেই পারতেন। কারণ, এই ঘটনার জন্যই তিনিই কার্যত হৈমন্তীকে ফাঁসিয়ে দিলেন বলেও অভিযোগ গোপাল ওরফে আরমানের।