নিয়োগ দুর্নীতিতে নাম ওঠা হৈমন্তী গঙ্গোপাধ্যায় সম্পর্কে এবার বড় দাবি মালদহের বিজেপি সাংসদ খগেন মূর্মূর। তাঁর দাবি, সোমবার তৃণমূলের এক বিধায়কের সাহায্যে মালদহে এসেছেন হৈমন্তী। পরিকল্পনা আছে চাঁচল দিয়ে ঝাড়খণ্ড বা নেপালে পালিয়ে যাওয়ার। সাংসদের অভিযোগ, ওই তৃণমূল বিধায়কের সাহায্যে ভিন রাজ্য বা ভিন দেশে পালিয়ে যেতে পারেন হৈমন্তী। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও রিপোর্ট জানাবে বিজেপি। খগেনের দাবি তৃণমূল উড়িয়ে দিলেও, পুরোপুরি অস্বীকার করেনি হোটেল কর্তৃপক্ষ।
তৃণমূল নেতা কুন্তল ঘোষের দেওয়া তথ্যের পর থেকে কেন্দ্রীয় এজেন্সির আঁতস কাচের তলায় রয়েছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এই মডেল অভিনেত্রী নিয়োগ দুর্নীতিতে নির্দোষ বলেই দাবি করেছেন তাঁর প্রাক্তন স্বামী এবং মা। গত রবিবার হৈমন্তীর মা জানিয়েছিলেন, ঠিক সময়ে ফিরে আসবেন তাঁর মেয়ে। এর মধ্যেই মালদহের বিজেপি সাংসদের এই দাবি।
যদিও হৈমন্তী সম্পর্কে এখনও কোনও সরকারি ভাবে জানায়নি ইডি এবং সিবিআই। সূত্রের খবর, হৈমন্তী সম্পর্কে তাদের খোঁজও জারি আছে।