রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে(Municipal Election 2022) তৃণমূলের(TMC) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও চমক দেখাল পাহাড়। সেখানে দার্জিলিং পুরসভার(Darjeeling Municipality) দখল নিল মাত্র তিনমাস আগে মিরিকে তৈরি হওয়া হামরো পার্টি(Hamro Party)।
দার্জিলিং পুরসভার(Darjeeling Municipality) ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জিতেছেন অজয়ের এডওয়ার্ডের(Ajay Edward) দল। লড়াইয়ে শাসক তৃণমূল(TMC) এবং বিরোধী বিজেপিকে(BJP) অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- CPM: সবুজ ঝড়েও অটল তাহেরপুর, বোর্ড দখল করল বামফ্রন্ট
জানা গেছে, ২০২১ সালের ২৫ নভেম্বর তৈরি হয় হামরো পার্টি(Hamro Party)। বিখ্যাত Glenary's রেস্তোরাঁর কর্তা অজয় এডওয়ার্ড(Ajay Edward) তৈরি করেন দলটি। মাত্র তিন মাস আগে তৈরি হওয়া এই দল পুরভোটে এই সাফল্য পাবে, তা হয়তো ভাবতে পারেননি অজয় নিজেও।
দার্জিলিং পুরসভার(Darjeeling Municipality) গণনা শুরুর পর থেকেই একের পর এক আসনে এগিয়ে যেতে থাকে নবাগত হামরো পার্টি(Hamro Party)। শেষ পর্যন্ত ১৮টি আসনে জয় পায় দার্জিলিংয়ের ভূমিপুত্রের দল।