বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত পচা গলা দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকায়। মৃত তিনজনের নাম অপর্ণা মৈত্র, তাঁর স্বামী স্বপন মৈত্র এবং তাঁদের সন্তান সুমনরাজ মৈত্র। দরজা ভিতর থেকে আটকানো ছিল। সেকারণেই পুলিশের প্রাথমিক সন্দেহ আত্মঘাতী হয়েছেন সকলে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। বারবার ডেকেও সাড়া মিলছিল না। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এবং তারপরেই ঝুলন্ত তিনটি দেহ দেখা যায়।
অনেকেই জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে পরিবারের কাউকে দেখা যায়নি। তবে কী কারণে এমন ঘটনা ঘটল সে নিয়ে কেউই মুখ খুলতে চায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।