হাসখাঁলি নাবালিকা ধর্ষণের (Hanskhali Rape) ঘটনায় এবার মুখ খুললেন মূল অভিযুক্তের বাবা তথা তৃণমূল নেতা সমর গোয়ালা (Samar Goyala) । তাঁর দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ মিথ্যে । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ছেলের জন্য তাঁর কোনও দুঃখ নেই । দোষ করলে শাস্তি পেতে হবে । এমনকী, সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন ওই তৃণমূল নেতা ।
হাঁসখালি (Hanskhali)নাবালিকা ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী । সমর গোয়ালার বিরুদ্ধে বন্দুক নিয়ে ভয় দেখানো, হুমকি দেওয়া...এই ধরনের একাধিক অভিযোগ উঠেছে । গ্রামবাসীদের অভিযোগ, তাঁর জন্যই ছেলের এতো বাড়বাড়ন্ত । তিনিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ ওঠে । ঘটনার পর থেকে বাড়িতে তালা লাগিয়ে পরিবারকে নিয়ে বেপাত্তা হয়ে যান তৃণমূল নেতা । সিবিআই বাড়ির তালা ভেঙে তদন্তের নমুনা সংগ্রহ করে ।
এরপরেই সংবাদমাধ্যমের সামনে আসেন সমর গোয়ালা । তাঁর গলায় আক্ষেপের সুর । গ্রামবাসীদের এইধরনের বিস্ফোরক অভিযোগে তিনি মানসিকভাবে বিধ্বস্ত । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম বা পরে লোক পাঠিয়ে ভয় দেখিয়েছি একথা যারা বলছে তাঁদের কিন্তু প্রমাণ দিতে হবে । ছেলের জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু লোকজন যা বলছে তাতে আমি মানসিকভাবে বিধ্বস্ত ।"তিনি এও জানিয়েছেন, তদন্তের স্বার্থে সিবিআই যখনই ডাকবে তখনই তিনি হাজির থাকবেন । তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ।
হাঁসখালির নাবালিকা গণধর্ষণের ঘটনায় সিবিআইয়ের (CBI) দুটি দল তদন্ত শুরু করেছে । বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে ফের দুটি দলে ভাগ হয়ে তদন্তে নামেন গোয়েন্দারা । শুক্রবার অভিযুক্ত যুবকের বাড়ির পিছন থেকে একটি মোবাইল ফোন (Mobile Phone) উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা । অন্যদিকে মেয়েটির বাড়ি থেকে কিছু নমুনা সংগ্রহ (Sample Collect) করেছে সিবিআই ।
বৃহস্পতিবার হাঁসখালিতে কেন্দ্রীয় ফরেনসিক টিম (Central Forensic Team)এসেছিল । অভিযুক্তের বাড়ির মেঝে থেকে বীর্যের দাগ পাওয়া গিয়েছে বলে খবর । ধৃতের DNA পরীক্ষা সেই নমুনার সঙ্গে মেলে কিনা, তা দেখা হবে । বেশ কিছু হাতের ছাপও সংগ্রহ করেছে ফরেনসিক দল ।