বিজয়ার পরেই শুরু হয়ে যায় লক্ষ্মীপুজোর তোড়জোড়। শনিবার ঘটা করে বাঙালির বাড়িতে বাড়িতে পূজিত হয়েছেন ধন সম্পদের দেবী লক্ষ্মী। এই পুজো সাধারণত ঘরোয়া ভাবেই করা হয়। কিন্তু বেশ কিছু জায়গায় খুব ধুমধাম করেও পুজো হয় । ঝাড়গ্রাম জেলার হাড়দা লক্ষ্মী পুজো কমিটির লক্ষ্মীপুজো ১৬১ বছরের প্রাচীন। এই পুজোর মূল আকর্ষণ হল জিলিপির মেলা।
Laxmi Puja 2023 : অর্থ নয়, চান সমাজ বদল, সাড়ে চার বছরের মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করে চমক নদিয়ার দম্পতির
বিষ্ণু মতে এখানে পুজো হয়ে আসছে। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন। এই বিখ্যাত জিলিপি কিনে মেলা থেকে ফেরেন দর্শনার্থীরা। জিলিপি ছাড়াও হরেক কিসিমের মিষ্টি পাওয়া যায় এই মেলায়। বারো-তেরো দিন এই মেলা চলে। এই পুজোয় একইসঙ্গে দুই বোন অর্থাৎ লক্ষ্মী সরস্বতীর পুজো করা হয়।