হরিদেবপুর থানায় মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ১৬ বছরের কিশোরী। তার অভিযোগ, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তার মা নিজের প্রেমিকের সঙ্গে মিলে ওই কিশোরীকে হত্যার চক্রান্ত করেছেন। বাড়িতে ওই কিশোরী থাকার সময়ই তার মা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। দমকল এসে আগুন নেভানোর পরেই থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী।
ওই অভিযোগের ভিত্তিতেই তার মায়ের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের বাসিন্দা ৪০ বছর বয়সী ওই ব্যক্তি রাজ্য সরকারি কর্মচারী। মায়ের সঙ্গে তাঁর ‘প্রেমিকের’ মোবাইলের কথোপকথনের প্রমাণ পুলিশকে দেখায় কিশোরী। পুলিশের দাবি, সেখানে ষড়যন্ত্র এবং খুনের চক্রান্তের প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে ওই কিশোরীর মা'কেও।