স্কুলের ছাত্রীদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা হাসনাবাদের একটি হাইস্কুলে। ইতিমধ্যেই ওই হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
অবিভাবকদের অভিযোগ, ওই স্কুলের ছাত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন প্রধান শিক্ষক। এদিন সকালে অবিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষককে ক্ষমা চাইতে হবে।
আরও পড়ুন - ভোটপ্রচারের মধ্যেই ফের অভিমানের সুর, টিকিট না পেয়ে এবার অভিমানী মৌসম
সাড়ে এগারোটা পর্যন্ত বিক্ষোভ চলে। এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে প্রধান শিক্ষক স্কুলে পৌঁছলে তাঁকে গ্রেফতার করা হয়।