ডবল লাইন পরিষেবা চালুর আগে বন্ধ থাকবে আজ, সোমবার থেকে দুদিন বন্ধ থাকবে হাসনাবাদ-শিয়ালদহ শাখার ট্রেন। রেল সূত্রে খবর, দু'দিন অর্থাৎ ১৭ এবং ১৮ এপ্রিল এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিদ্যাধরী নদীর উপর সেতু চালু হবে। তার আগে আনুষাঙ্গিক কাজের জন্যই এই সিদ্ধান্ত।
এত দিন হাসনাবাদ-শিয়ালদহ শাখায় সিঙ্গেল লাইন ছিল। যে কারণে ৪৫ মিনিট পর পর একটি করে ট্রেনের পরিষেবা মিলত। যার জেরে সমস্যা ভোগ করতেন লক্ষ লক্ষ মানুষ। সেই কারণেই যাত্রী সুবিধার্থে ডবল লাইন পরিষেবা চালু করার ব্যবস্থা করেছে রেল।
আগামী ১৮ এপ্রিলের পরেই মিলবে নয়া পরিষেবা। আর এই পরিষেবা শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের কাজের জন্য হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রেল।