ডায়মন্ড হারবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে উত্তপ্ত হটুগঞ্জ। দফায়-দফায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, সকাল থেকে পথ অবরোধ করে শুভেন্দুর সভা ভেস্তে দিতে চেয়েছিল শাসক দল। এই অভিযোগ উড়িয়ে বিজেপির বিরুদ্ধে, তাদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করেছে তৃণমূল। বেলা গড়াতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ, সভায় যাওয়ার পথে বিজেপি গাড়ি লক্ষ করে হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই রাজনৈতিক দলের সংঘর্ষে বেশ কিছু বাইক ও গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। যদিও হামলার উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, এলাকায় এসে প্ররোচনা দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। দু পক্ষের এই টানাপোড়েন এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ।
এদিন সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় দক্ষিণ ২৪ পরগনার কুলপি রোড সংলগ্ন একাধিক এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতার ডায়মন্ড হারবারে সভার বিরোধিতায় পথ অবরোধ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। টুইট করে তাঁর সভাস্থলে কাজে বাঁধা দেওয়ার অভিযোগ করেন শুভেন্দু অধিকারীও। কিন্তু তাঁর সব অভিযোগ উড়িয়ে দেয় শাসক তৃণমূল কংগ্রেস।
পুলিশ সূত্রে খবর, বেলা ১১টার পর কুলপি রোড সংলগ্ন হটুগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। ঘটনায় এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগের ঘটনার কথাও স্বীকার করেছে পুলিশ।