বিশ্বকাপ (Football World Cup 2022) চলছে । ফুটবল জ্বরে কাঁপছে বাংলাও । ব্রাজিল (Brazil) নাকি আর্জেন্টিনা (Argentina), সব জায়গায় এই নিয়ে আলোচনা । এমনকী, এ আলোচনার আঁচ লাগল রাজনীতির ময়দানেও । শনিবার কাঁথির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলের কর্মীদের বার্তা দিতে গিয়ে দিলেন ফুটবলের উদাহরণ । দলে যাঁরা 'দো-আঁশলা' কর্মী, তাঁদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে অভিষেকের কথায় উঠে এল ব্রাজিল-আর্জেন্টিনার কথা । সাংসদ বললেন, "আমি ব্রাজিলকে সমর্থন করি, তবে এবার মেসির জন্য চাইব আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, সেসব চলবে না ।" তৃণমূলে (TMC) থেকে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ রাখছে, সেইসব কর্মীদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন অভিষেক ।
এদিনের সভা থেকে অভিষেক স্পষ্ট জানিয়েছেন,দলে দো-আঁশলা কর্মীদের তিনি দেখতে চান না । তাঁদের থেকে দলকে মুক্ত করতে হবে । গোটা মেদিনীপুর জেলাকে বেইমান মুক্ত করতে হবে । তৃণমূলকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন তিনি । এদিন শুভেন্দু অধিকারীকে অক্টোপাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অক্টোপাসের মাথা শান্তিকুঞ্জে বসে, আর শুঁড়গুলি ছড়িয়ে রয়েছে। মাথা এবং শুঁড় দুটিকেই সরিয়ে দিতে হবে। তাঁর কথায়, পূর্ব মেদিনীপুরে যে দুর্নীতি হয়েছে, তার মূলে ছিল অধিকারী পরিবার । তাই পূর্ব মেদিনীপুরকে দুর্নীতিমুক্ত করতে এই জেলাতেও ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন, Abhishek Banerjee : নিশানায় শুভেন্দু, হুঙ্কার শান্তিকুঞ্জের দিকে, কাঁথিতে ডিসেম্বর ইঙ্গিত অভিষেকের
পঞ্চায়েতের প্রচার শুরুতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কী বার্তা দেবেন অভিষেক, সেই ব্যাপারে এদিন আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। একইসঙ্গে দেখার বিষয় ছিল শান্তিকুঞ্জ সম্পর্কে তাঁর মনোভাবের। বিগত সময় এই কাঁথিতে দাঁড়িয়ে অধিকারী পরিবারের কড়া সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। এদিনও তার কোনও ব্য়তিক্রম হয়নি । কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি । তিনি জানিয়েছেন, দিল্লি থেকে ফিরে এসে আবার তিনি কাঁথিতেই সভা করতে আসবেন। পাশাপাশি,তিনি জানান, নন্দীগ্রামে আবার ভোট হবে। কী ভাবে নন্দীগ্রামে ভোট হয়েছিল, প্রয়োজনে সেই তথ্য সুপ্রিম কোর্টকে দেওয়া হবে।