তিনি কি ইস্তফা দিচ্ছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই জল্পনার মাঝেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন। মঙ্গলবার দুপুরে নিজের এজলাসে বসে বিচারপতি জানান, যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। পাশাপাশি, তিনি আরও জানান, ইন্টারভিউ যখন তিনি দিয়েছেন, উত্তর তিনিই দেবেন। কিন্তু পদত্যাগ যে করছেন না তা মঙ্গলবার বারবেলায় স্পষ্ট করে দেন বিচারপতি।
গত বছরের সেপ্টেম্বরে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাতকারে একাধিক বিষয়ে তিনি কথা বলেন। যার মধ্যে এসএসসি মামলার কথাও উঠে আসে। কিন্তু আদালতে একটি মামলা চলাকালে সেই মামলা সম্পর্কে কীভাবে একজন বরিষ্ঠ আইনজীবী কথা বলতে পারেন, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন অভিষেক মনু সিঙ্ঘভি। তারপরই দেশের প্রধান বিচারপতি জানান, ওই ভিডিওতে কী রয়েছে, তা শীর্ষ আদালতের জানা দরকার।