বাসন্তীতে ধানখেতে এক মহিলার মুণ্ডহীন দেহ (Basanti woman Murder) উদ্ধার হয়েছে শুক্রবার রাতে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার এক পুকুর থেকে উদ্ধার হয়েছে মহিলার কাটা মুণ্ড।
শুক্রবার গভীর রাতে বাসন্তীর একটি ধানখেতে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকার বাসিন্দারা ছুটে যান সেখানে। দেখা যায়, এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধারের পরই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেই সময় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে মহিলার কাটা মুণ্ডটি।
Hyderabad woman killed: বহরমপুরের ছায়া এবার হায়দরাবাদে, দিনে দুপুরে রাস্তায় কোপানো হল মহিলাকে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহ ও কাটা মুণ্ডটি এলাকার বাসিন্দা তমিনা সরদারের। কয়েক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। বাসন্তী এলাকারই বাসিন্দা ছিলেন ২৫ বছরের ওই যুবতী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুনের পর প্রমাণ লোপাটের জন্য মুণ্ড ধড় থেকে কেটে অন্যত্র ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
কয়েক মাস আগে এলাকার বাসিন্দা জাকির মোল্লার সঙ্গে বিয়ে হয়েছিল তমিনার। জাকিরের প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। অভিযোগ, তমিনার সঙ্গে বিয়ে জাকিরের প্রথম পক্ষের স্ত্রী মেনে নিতে চায়নি। পরিবারে অশান্তি শুরু হয়। পুলিশের তরফে তদন্তের জন্য মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।