মদ খেয়ে ফূর্তি করছেন স্কুলের প্রধান শিক্ষক। আর তার পরিবর্তে ক্লাস করাচ্ছেন তাঁরই মেয়ে। এমনই ছবি ধরা পড়ল হাওড়ার শ্যামপুরের বিনোদচক তপসিলি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম চন্দন দে। তাঁর মেয়ের নাম রিয়া দে। ঘটনার প্রতিবাদ করলে গ্রামবাসীদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে চটুল গানে নর্তকীদের সঙ্গে নাচতে দেখা যায় চন্দন দে-কে। এরপর দীর্ঘদিন স্কুলে আসা বন্ধ করে দেন তিনি। পরিবর্তে ক্লাস নিচ্ছেন তাঁরই মেয়ে। এবিষয়ে রিয়া দে-কে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, অসুস্থ থাকায় স্কুলে আসছেন না তাঁর বাবা। সেকারণেই ক্লাস করাচ্ছেন তিনি।
এই ঘটনার খবর করতে গেলে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে হুমকি দিতে থাকে।
Read More- বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা, মা ও ছেলের ঝুলন্ত পচা দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা
এবিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।