বৈশিক কোভিড পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে রয়েছে দেশের স্বাস্থ্য দফতরের। এবার আর কোনও রিস্ক নয়। এবার করোনা রুখতে আগেভাগেই কোমর বাঁধছে শহরের সরকারি হাসপাতালগুলিও। কলকাতার তিনটি হাসপাতালে চলছে প্রস্তুতি মহড়া। আগামী দিনে কোভিড এলে হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তাইই খতিয়ে দেখা হচ্ছে।
Salman Khan Birthday: ৫৭ বসন্ত পার, বাবা হতে চান সলমন! কিন্তু বিয়ে যে করতে চান না, তাহলে?
মঙ্গলবার, কলকাতার যে তিনটি হাসপাতালে মহড়ার আয়োজন হয়েছে সেগুলি হল - বেলেঘাটা আইডি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, এবং এম আর. বাঙ্গুর হাসপাতাল। তিনদিন ধরে এই তিন হাসপাতালে চলবে কোভিডের মহড়া প্রস্তুতি।