করোনা, ডেঙ্গি পেরিয়ে এবার কি শহরের নতুন আতঙ্ক চিকেনপক্স? সাম্প্রতিক কালে চিকেন পক্স বা জল বসন্তে মৃত্যুর হার বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। এ দিন স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের চার জন প্রতিনিধির একটি দল আইডি-তে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ইতিমধ্যে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে। স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান বলছে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি, এই তিন মাসে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকেন পক্স আক্রান্ত ৫৮ জন ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জানুয়ারিতে মৃতের সংখ্যা সব থেকে বেশি। শেষ তিন মাসে যে ক’জনের মৃত্যু হয়েছে, তাঁদের ৫০ শতাংশের বয়স পঞ্চাশের উপরে। তাঁদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ এবং মহিলা ২৫ শতাংশ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, মৃতদের ৬০ শতাংশের উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ক্যানসার, সিওপিডি, হেপাটাইটিস-বি, ডায়াবিটিস, হৃদ্রোগের মতো কোমর্বিডিটি ছিল।