সম্প্রতি, রাজ্যে যত শিশুর মৃত্যু হচ্ছে ,সব ক্ষেত্রেই অ্যাডিনোভাইরাস (Adenovirus) দায়ী নয় । ভাইরাল ফিভার অথবা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে । তাই অ্যাডিনোভাইরাসের কথা ভেবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য (Health Department) শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। সেইসঙ্গে বেশ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তিনি । কোন কোন সতর্কতা মেনে চলবেন,জেনে নিন...
ভিড় থেকে শিশুদের দূরে রাখুন । মাস্ক ব্যবহার করতে হবে । বাইরে থেকে এসে ভাল করে হাত ধুয়ে, জামাকাপড় বদলে তারপর শিশুদের কাছে যাবেন । বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে । যে শিশুর জন্মগত কোনও রোগ আছে, তাদের সাবধানে রাখতে হবে ।
আরও পড়ুন, Firhad Hakim on DA : না পোষালে চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দিন, ডিএ ইস্যুতে সরব ফিরহাদ
শিশুর ঠান্ডা লাগলে বা হাঁচি, কাশি হলে বাসক, মধু, আদা, তুলসী খাওয়াতে হবে । এছাড়া, নুন-জলে গার্গল করতে হবে । একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বারবার গরম জল খাওয়াতে হবে । বাচ্চা অসুস্থ হলে স্কুলে পাঠাবেন না । বড়দের কারও ঠান্ডা লাগলে, বাচ্চাদের থেকে দূরে থাকবেন । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।