রাজ্যে ডেঙ্গি (Dengue in Bengal) পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বাড়ি বাড়ি গিয়ে নজরদারি, ফগিং মেশিন থেকে স্প্রে, নর্দমায় গাপ্পি মাছ ছাড়া... সবই চলছে। কিন্তু ডেঙ্গির চোখরাঙানি কিছুতেই থামানো যাচ্ছে না। কলকাতা (Kolkata) থেকে জেলা... সর্বত্রই একই ছবি। গত ৪ দিনে মোট ৭ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে । এবার তাই আরও কড়া স্বাস্থ্য দফতর (Health Department) । প্রতিটি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর কাছে নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে । তাতে বলা হয়েছে, প্রতিটি জেলা-মহকুমা-ব্লক হাসপাতাল ও মেডিক্য়াল কলেজের চিকিৎসক, অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের উৎসবের মরশুমে শহরেই থাকতে হবে । কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না তাঁরা । এর পাশাপাশি পুজোয় শুধু অষ্টমীর দিন ছাড়া, বাকি সব দিন আউটডোর খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে (Health Department issues strict guidelines)।
ডেঙ্গি মোকাবিলায় এর আগেও বিভিন্ন সরকারি হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্যভবন । তাতে বলা হয়েছিল, প্রতিটি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক খোলার জন্য। জ্বর নিয়ে যাতে কোনও রোগীকে দীর্ঘক্ষণ আউটডোরে অপেক্ষা করতে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যভবন। জোর দেওয়া হয়েছিল ডেঙ্গি ও ম্যালেরিয়া টেস্টের উপরেও। এছাড়া, মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রত্যেকটা এলাকার কাউন্সিলর, প্রতিনিধিদের নিয়ে পৃথক স্ট্র্যাটেজি নির্ধারণের পরামর্শ দিয়েছিলেন । যেসব এলাকায় ডেঙ্গি সংক্রমণ বেশি, সেগুলিকে চিহ্নিত করে একটা তালিকা তৈরি করতেও বলা হয়েছিল । আর এবার উৎসবের মরশুমে আরও সতর্ক স্বাস্থ্য দফতর ।
আরও পড়ুন, Dengue Death in Bengal : ফের ডেঙ্গিতে মত্যু, গত ৪দিনে রাজ্যে ডেঙ্গির বলি ৭, বাড়ছে আতঙ্ক
বুধবারই কলকাতায় এক যুবক ডেঙ্গির বলি হয়েছেন । এর আগে রবিবার হাওড়ায় এক বৃদ্ধা ডেঙ্গিতে মারা যান । সোমবার আরও দু'জনের মৃত্যু হয় । অন্যদিকে, মঙ্গলবার ডেঙ্গির বলি হন আরও তিনজন । বুধবার আরও একজনের মৃত্যুতে সংখ্যাটা মোট বেড়ে দাঁড়িয়েছে ৭ । চলতি মরসুমে এখনও পর্যন্ত মোট ২৩ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল বলে জানা যাচ্ছে ।