অসহ্য গরম থেকে এখনই মুক্তি নেই। টানা ৪ দিন দক্ষিণবঙ্গ ও জেলাগুলিতে তাপপ্রবাহের অ্যালার্ট (Heatwave Alert) জারি করল রাজ্য। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল তাপপ্রবাহ চলে (Kolkata Weather Heat Wave)। ২৫ ও ২৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ২৭ ও ২৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে রাজ্য।
সোমবার কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। রাস্তাঘাটে লোক চলাচল অপেক্ষাকৃত কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিনের তুলনায় রাস্তায় ভিড় অনেকটাই কম।
আরও পড়ুন: আনিস খানের মৃত্যুকে 'খুন' বলছে না রাজ্য, অসন্তুষ্ট পরিবার
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে। ২৫-২৭ এপ্রিল মালদা, দিনাজপুরেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।