বছরের শেষ দিনেও ভিড় উপচে পড়েছিল তারাপীঠে, নতুন বছরের শুরুতেও একই ছবিই ধরা পড়ল। এদিন হাজার হাজার দর্শনার্থী পুজো দিতে ইতিমধ্যেই লাইন দিয়েছেন মন্দিরে। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে পারে বলেই ধারণা মন্দির কর্তৃপক্ষের।
Alipore Zoo Crowd: নতুন বছর, নতুন শুরু! শহরে রাজপথে মানুষের ঢল, চিড়িয়াখানায় রেকর্ড ভিড়
একই ছবি বক্রেশ্বরেও। হাজার হাজার দর্শনার্থীদের ভিড় মন্দিরে। অন্যদিকে, ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি কল্পতরু উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের পয়লা তারিখে এই উৎসব উদযাপিত হয়। কল্পতরু উৎসবে সামিল হতে বেলুড়, দক্ষিণেশ্বর, কাশিপুর উদ্যানবাটিতেও হাজার হাজার দর্শনার্থীর ঢল নেমেছে।