চলতি বছরের শুরু থেকেই প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এবার বর্ষার মরশুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই উত্তরবঙ্গেই। যার জেরে বিভিন্ন সময় বন্যার সতর্কতা দেখা গিয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। এমনকি, বৃহস্পতিবারও তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলেই খবর।
জানা গিয়েছে, বুধবার থেকেই তিস্তা নদীতে জারি হয়েছে লাল সতর্কতা। বাকি নদীগুলিও রীতিমতো ফুঁসছে। গত ৩-৪দিনের বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমেও। সেখানকার মঙ্গন-গ্যাংটক সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। লাচুং-লাচেন সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০০ জন পর্যটককে নামিয়ে আনা হয়েছে গ্যাংটকে। তবে এখানও সেখানে আটকে প্রায় ২০০ জন পর্যটক।
বৃহস্পতিবার সকাল থেকেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। বৃষ্টি একটু কমতেই একযোগে কাজ করছে সেনা, পুলিশ। মূলত চুংথাংয়ের এসডিপিও'র নেতৃত্বে শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুন- West Bengal Weather Update: উত্তরে ভারী, দক্ষিণে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, গরম কি কমবে?