শুক্র ও শনিবার রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলায় জারি লাল সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টিতে নিচু এলাকায় এমনিতেই জল জমেছে। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোডে জল জমেছে। জলমগ্ন আলিপুরের বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মালদা, দুই দিনাজপুরেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।