কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা, সঙ্গে হয়েছে কালবৈশাখীও। সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার ১০ থেকে ১১ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও হতে পারে বৃষ্টি। বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তিলোত্তমার তাপমাত্রা। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম।
Recruitment Scam: বাম আমলে নিয়োগ দুর্নীতি, ব্রাত্য বসুকে তালিকা তৈরির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
সোমবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার থেকে হাওয়া বদল হতে পারে। ধীরে ধীরে পরিস্কার হবে আকাশ, বাড়বে তাপমাত্রাও।