কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে শহর কলকাতায়| কিন্তু মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া| এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি কমার নাম করছে না | আবহাওয়ার কোনও উন্নতিই দেখা যাচ্ছে না| বরং, নতুন করে তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা| আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা|
উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখনও কখনও ২০ সেন্টিমিটারও ছাড়াতে পারে বৃষ্টির পরিমাণ |
Patuli : ডেটিং অ্যাপ ফাঁদ, পুলিশের জালে খাস কলকাতার এক দম্পতি-সহ চার
দক্ষিণবঙ্গে আপাতত নতুন করে আর দুর্যোগের সম্ভাবনা নেই| বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে কোথাও কোথাও| মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস|