উত্তরবঙ্গে (North Bengal Heavy Rain) বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় মাত্র ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরে। বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী এবং কয়েক পশলা অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বিশেষত ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার।