সপ্তাহান্তেও জারি থাকবে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের জেরে আরও কিছু দিন বৃষ্টি জারি থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। আজ স্বাধীনতা দিবসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁদের সূত্র খবর , বাংলাদেশ এবং তৎসংলগ্ন উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যার প্রভাবেই সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা।
এর জেরেই আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দফায় দফায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বৃষ্টি কমার নাম কিন্তু এখনই করবে না। বর্ষা বিদায়ের আগেই শেষ ঝোড়ো ব্যাটিং। জানা গিয়েছে রবিবার পর্যন্ত আবহাওয়া কার্যত এমনই থাকবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে।