আগের দফার বিক্ষিপ্ত বৃষ্টিতে লাভের লাভ কিছুই হয়নি। ফের তীব্র উত্তাপে পুড়ছিল বাংলা। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে এরমধ্যেই আবার বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ১লা মে সোমবার পর্যন্ত তাপমাত্রার পারদ ও কমবে বেশ খানিকটা , হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। সঙ্গে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোরো হাওয়া।
West Bengal Weather Update: বাড়ছে গরম, সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যে ফিরছে স্বস্তি। একাধিক জেলায় ইতিমধ্যেই ঝেঁপে নেমেছে বৃষ্টি, সঙ্গে বইছে উথাল-পাতাল হাওয়াও