বৃষ্টির সঙ্গে বরফ। রবিবার দুপুরে হঠাৎ করেই বদলে গেল পাহাড়ের আমেজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বেশ ভারী তুষারপাত হয়েছে সান্দাকফু-সহ একাধিক এলাকায়। ফলে বরফে ঢেকেছে পাহাড়ের বেশ কিছু এলাকা। তবে মার্চের এই সময়ে বরফকে ব্যতিক্রম বলে দাবি বিশেষজ্ঞদের। তাদের দাবি, এই বরফের জেরে ফের পাহাড়ে ফিরতে পারে ঠান্ডা। গত মাসের ২৭ তারিখ বরফ পড়েছিল সান্দাকফুতে। কিন্তু দফায় দফায় বৃষ্টির জেরে পাহাড়ে তুষারপাত থমকে যায়।
দার্জিলিঙের পাহাড়ি এলাকায় বরফ ঢাকা থাকলেও শহরাঞ্চলে তার কোনও প্রভাব পড়েনি। এমনিতেই পরীক্ষার জেরে পাহাড়ে এখন পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তার উপর শনিবার থেকে দার্জিলিং এবং কালিপঙে শুরু হয়েছে বৃষ্টি।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালেও জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। দুপুরে বৃষ্টি থামতেই পুরু বরফে ঢাকা পড়ে সান্দাকফু, ফালুট এবং অন্য পাহাড়ি এলাকাতে।