এবার দার্জিলিং টুরে পর্যটকদের জন্য থাকছে বিশেষ চমক। আকাশ থেকে কাঞ্চনজঙ্ঘা ও শৈলশহরের দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
এতদিন পর্যন্ত পাহাড়ের অন্যতম আকর্ষণ ছিল টয় ট্রেন। জানা গিয়েছে পাহাড়ের পর্যটনকে ঢেলে সাজানো রাজ্যের পরিবহণ দফতর হেলিকপ্টার পরিষেবা শুরু করতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে মিরিক থেকে শুরু হবে কপ্টার সার্ভিস। মঙ্গলবার কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের একটি কপ্টার মিরিকে যায়। সেখানে হেলিপ্যাড বানানো সম্ভব কিনা, তা দেখতেই এই ট্রায়াল রান বলে জানা গিয়েছে।
একদিনে পাইনের জঙ্গল, অন্যকে সুমেন্দু লেক। মিরিকের সৌন্দর্য আরও বাড়াবে কপ্টার পরিষেবা। হেলিকপ্টার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌন্দর্যও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ৩১ বছর পর মিরিকে হেলিকপ্টার অবতরণ করে। রাজ্যের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তা হলে দার্জিলিং পর্যটকদের নতুন করে আকর্ষণ বাড়াবে।