শনিবার রাতে কলকাতার দুই জায়গায় অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন (Heroin) আটক করে শুল্ক দফতর। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকারও বেশি। এর আগে এত টাকার মাদক কলকাতা থেকে ধরা পড়েনি। মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে দফতরের আধিকারিকরা।
রাতে ভিআইপি রোড সংলগ্ন তেঘরিয়া এলাকায় হানা দেয় শুল্ক দফতরের কর্তারা। সেখানে এক ব্যক্তির কাছে প্রায় ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাকে জেরা করে মোমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১ কেজি ৬২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। সেখান থেকেও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকা।
Sudipta Sen:কাঁথি পুরসভা থেকে ফাইল ‘উধাও’, জেলে সুদীপ্তকে জেরা পুলিশের
চলতি বছরের মার্চেও হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল এক দম্পতি। ভিনরাজ্য থেকে হেরোইন এনে মুর্শিদাবাদ ও নদিয়া হয়ে কলকাতায় পাচার করত তারা। পাচার করা হত বাংলাদেশেও। সেই সময় সাড়ে সাত কোটি টাকার মাদক পাচার করার অভিযোগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয় গার্ডেনরিচের ওই দম্পতি জওহর ইমাম ও নিশারজা বিবি।