মেনকা গম্ভীরের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। ফলে মনে করা হচ্ছে, মেনকার বিদেশযাত্রায় অনুমতিও দেয়নি কলকাতা হাইকোর্ট। ব্যাংকক যাওয়ার পথে মেনকাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১২টায় ইডি অফিসে তলব করা হয়েছিল তাঁকে। এই বিষয়টি নিয়েই হাইকোর্টে (High Court) ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মেনকা। আগামী ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
শুক্রবার আদালতে মেনকার আইনজীবীরা জানান, তাঁর মা অসুস্থ। তাই তাঁকে ব্যাংকক যেতে হতে পারে। সেই সময়ে ফের তাঁকে ইডি আটকাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। কিন্তু এই বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশ দেননি বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ইডি বা সিবিআই মেনকার বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ নিতে পারবে না। শুক্রবার আদালতে মেনকার তরফে বলা হয়, বিমানবন্দরে আটকানো এবং মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে তলব আসলে কড়া পদক্ষেপ। কিন্তু বিচারপতি তা গ্রহণ করেননি। তিনি বলেন, একে হয়রানি বলা যেতে পারে। কিন্তু চরম পদক্ষেপ কিছুতেই বলা যায় না। এই মামলার পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর।