রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ (Dearness allowance) তিন মাসের মধ্যে মেটাতে হবে, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলায় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
যদিও এই মামলায় রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল যে, সরকারের কোষাগারে পর্যাপ্ত টাকা নেই, তাই কর্মীরা যে হারে ডিএ চাইছেন তা দেওয়া সম্ভব নয়। কিন্তু ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ডিএ সংক্রান্ত মামলায় স্যাট যে রায় দিয়েছিল তা তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে। আদালত আরও জানিয়েছে যে, ডিএ কর্মীদের আইনি ও মৌলিক অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, হাই কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (advocate general) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেছিলেন, কর্মীদের বছরে দু’বার ডিএ দিতে হবে এমন কোনও নিয়মও নেই। সরকারি কর্মীদের যে ডিএ দেওয়া হয় তা কার্যত সরকারের তরফে ‘দাক্ষিণ্য’ বলে দাবি করেছিলেন তিনি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় অনেক কম হারে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পান। এর ফলে কর্মীদের আর্থিক ক্ষতি হচ্ছে এই অভিযোগ তুলে রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর তরফে মামলা করা হয়েছিল। সেই মামলায় ইতিমধ্যে রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল (state administrative tribunal) কর্মীদের পক্ষে রায় দিলে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য হাই কোর্টে মামলা করেছিল। সেই মামলার শুনানি শেষে শুক্রবার হাই কোর্ট স্যাটের রায় বহাল রেখে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়।