২১ জুলাই-এর সমাবেশে (21st July Sahid Diwas) কঠোর ভাবে মেনে চলতে হবে কোভিড বিধি, নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, সমাবেশের ভিড় থেকে রাজ্যে কোভিড যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে।
রাজ্যে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষিতে গত দু’বারের মতোই এ বারও ভার্চুয়াল মাধ্যমে বা কোভিডবিধি যথাযথ ভাবে পালন করে যেন ২১ জুলাইয়ের সমাবেশ করা হয় — এই আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে সেই মামলার শুনানি হয় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
Asia Cup: আর্থিক সংকট ও রাজনৈতিক ডামাডোল, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা
শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সওয়াল করেন যে, যেহেতু সমাবেশ খোলা জায়গায় হচ্ছে, তাই এ ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। পাশাপাশি কোভিড বিধিও পালনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার শুনানি শেষে মঙ্গলবার রাতে হাই কোর্ট নির্দেশ দিয়েছে পূর্ব ঘোষণামতো ধর্মতলাতেই হবে রাজ্যের শাসক দলের সমাবেশ। তবে সেই সমাবেশে কঠোর ভাবে পালন করতে হবে কোভিডবিধি। সভার ভিড় থেকে রাজ্যে কোভিড যাতে ছড়িয়ে না পড়ে তার সমস্ত ব্যবস্থা নিতে হবে সরকারকে। উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়ার ফলে ১০ জুন নবান্ন থেকে কোভিড বিধি সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা মেনে চলার কথা বলেছে আদালত।