প্রাথিমকের পাশাপাশি উচ্চ প্রাথমিকেও নিয়োগ নিয়ে জট জারি রয়েছে। গত ৭ বছর আটকে রয়েছে নিয়োগ। এবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের যৌথ বেঞ্চ SSC কে নির্দেশ দিয়ে জানিয়েছে, ইন্টারভিউয়ের সবিস্তার নম্বর, অনলাইন আবেদনপত্র-সহ সব তথ্য দু’সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে । সম্পূর্ণ নতুনভাবে প্রকাশ করতে হবে মেধা তালিকা।
এসএসসি-র অন্যান্য নিয়োগে ইতিমধ্যেই উত্তরপত্র বিকৃত করে নম্বর কমানো-বাড়ানোর অভিযোগ উঠেছে। এদিকে নিয়োগ না হওয়ায় বাড়ছে শূন্যপদও। তাই অনলাইনে আবেদন চালু করার জন্য সওয়াল করেন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম।