রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের পর এবার প্রায় একই ধরনের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের এক সদস্যের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নিজের বোনকে চাকরি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, কমিশনের যে সব সদস্য তাঁদের আত্মীয়দের শিক্ষক বা গ্রুপ ডি পদে অবৈধভাবে নিয়োগ করেছেন তাঁরা ফলের জন্য প্রস্তুত থাকুন।
বৃহস্পতিবার এসএসসির নবম-দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলা চলাকালীনই বিচারপতি জানিয়ে দেন কমিশনের এক জন সদস্য তাঁর বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। তারপরই বিচারপতি জানিয়ে দেন, অভিযুক্তদের দুর্নীতির ফল ভুগতে হবে।
আগেও রাজ্যের এসএসসি দুর্নীতি মামলায় একের পর এক কড়া মন্তব্য করতে শোনা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি নিয়েও কমিশনকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘সাপের লেজ দিয়ে কান চুলকোবেন না।’’ বৃহস্পতিবারও স্পষ্ট ভাবেই 'ফল ভোগা'র কথা জানিয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিনে বেআইনিভাবে চাকরি পাওয়া অনেককেই চাকরি থেকে বরখাস্ত করেছেন বিচারপতি। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীরও চাকরি ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি।