শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) কোনও জামাই আদর নয়। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের (High Court) নির্দেশে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার। কিন্তু তাঁরা এখনও হাজিরা দেননি। বারবার বলা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে সিবিআই।
পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, পরেশ অধিকারী যেখানেই থাকুন, বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু এদিন তিনটের মধ্যে তিনি হাজিরা দেননি।
বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন পরেশবাবুর আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল এখনও কোচবিহারেই রয়েছেন, তাই বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয় পরেশবাবুর পক্ষে। তবে তিনি জানান, পরেশবাবু কলকাতার উদ্দেশে বিমানে বাগডোগরা থেকে রওনা হয়েছেন।। সন্ধে নাগাদ কলকাতায় আসতে পারবেন। উল্লেখ্য, এদিন দুপুরে বাগডোগরা বিমান বন্দরে পরেশবাবুকে দেখা যায়।
পরেশবাবুর আইনজীবী আদালতকে অনুরোধ করেন, তাঁর মক্কেলকে যেন পুলিশ ধরে নিয়ে না যায়। এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাউকে কোনও জামাই আদর করা হবে না।’’ বিচারপতি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিধাননগর কমিশনারেটকে যোগাযোগ করতে নির্দেশ দেন। কলকাতায় নামলে বিমানবন্দর থেকেই পরেশবাবুকে সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।