West Bengal SSC Scam: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি যার মামলার- (SSC Scam) জেরে গিয়েছে সেই ববিতা সরকারকে শিক্ষিকার চাকরিতে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট (Kolkata High Court)।
শুক্রবার উচ্চ আদালত নির্দেশ দেয় তিন দিনের মধ্য ববিতাকে নিয়োগ করতে হবে। শুক্রবার ছিল এসএসসি নিয়োগে অনিয়মের মামলার শুনানি। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হয়। সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন তিন দিনের মধ্যে ববিতাকে চাকরি দিতে হবে। অঙ্কিতা যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলেই ববিতাকে নিয়োগ করতে হবে। এছাড়া আদালতের নির্দেশে অঙ্কিতা বেতনের যে টাকা ফেরত দিয়েছেন সেই টাকা দশ দিনের মধ্যে ববিতাকে দিতে হবে।
উল্লেখ্য, এদিন শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন ববিতা সরকারকে নিয়োগপত্র দেওয়া হয়েছে কি না। বিচারপতির প্রশ্নের উত্তরে বোর্ডের তরফে জানানো হয় যে, এখনও ববিতাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। এরপরেই বিচারপতি এই নির্দেশ দেন।