পঞ্চায়েত নির্বাচনের গণনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। এবার সেই মামলাতেই চাঞ্চল্যকর নির্দেশ দিল আদালত। বুধবার মামলাটির শুনানি শেষে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে এই মামলার ভবিষ্যতের উপর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে একটি রিপোর্টও তলব করা হয়েছে।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশন তার দায়িত্ব ঠিক মতো পালন করেনি বলেই মনে করছে আদালত। এমনকি কেন্দ্রের নোডাল অফিসারের সঙ্গেও সঠিকভাবে যোগাযোগ করা হয়নি বলেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ। এই বিষয়েই রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
এবিষয়ে আদালতের মন্তব্য, ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। এমনকি, আদালতের নির্দেশ ঠিকঠাক পালন হয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে আদালত।