রাজ্যের সেকেন্ডারি ও হাই-সেকেন্ডারি স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে গত ৬ বছরের হিসেব চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের কাছে এই হিসেব চেয়েছেন। ২ ফেব্রুয়ারির মতো এই হিসাব জমা দিতে হবে রাজ্যকে।
বৃহস্পতিবার আদালতের নির্দেশের পর প্রায় সাড়ে ২৩ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি নিয়ে টানাটানি হতে পারে মনে করা হচ্ছে। ২০১৬ সালের পর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে নিয়োগে একটিই পরীক্ষা হয়েছে। বেশ কয়েকদফায় নিয়োগ প্রক্রিয়া হয়েছে। এদের মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যা ১১,৪২৫ জন। হাই কোর্টের নির্দেশের পর সবার নিয়োগপত্র খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: মেধাশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত টাকা করে বৃত্তি পাবেন পড়ুয়ারা, জেনে নিন
জানা গিয়েছে, ২০১৬ সালের পর একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট সাড়ে পাঁচ হাজার শিক্ষক-শিক্ষিকা আছেন। গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে সংখ্যাটা নেহাত কম নয়। প্রত্যেকের নিয়োপত্র খতিয়ে দেখতে হবে রাজ্যকে।