High Madrasa result 2022: হাইমাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, মাদ্রাসায় মেয়েদের মধ্যে প্রথম সারিফা

Updated : May 30, 2022 22:26
|
Editorji News Desk

প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল(High Madrasa Result 2022)। পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় ফল প্রকাশ করল প্রতিষ্ঠান। করোনা অতিমারির পরবর্তীকালে অফলাইনেই পরীক্ষা নেওয়া হয়। ছাত্রদের পাশের হার ছাত্রীদের তুলনায় কিছুটা বেশি। 

২০২১ সালে প্রতিটি পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার থাকলেও ২০২২ সালে বদলে গেল সেই ফলাফলে। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের(West Bengal Madrasa Board of Education) তরফ থেকে ফল প্রকাশ করেন মাদ্রাসা এডুকেশনের সভাপতি আবু তাহের কামরউদ্দিন। এছাড়াও এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি মান্নাফ আলী, ডেপুটি সেক্রেটারি সাবানা শামীম। 

বাবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁর মেয়ে সারিফা খাতুনই(Sarifa Khatun) এবার তাক লাগিয়ে দিল সবাইকে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে সে। হাই মাদ্রাসার পরীক্ষায় ৮০০ এর মধ্যে সারিফা পেয়েছে ৭৮৬। মেয়ের সাফল্যে আনন্দে আত্মহারা হলেও পড়াশোনা চালাবার কথা ভেবে দুশ্চিন্তায় হতদরিদ্র বাবা-মা। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

চলতি বছর হাই মাদ্রাসায়(High Madrasa) পরীক্ষা দিয়েছিলেন ৫৬৬০০ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৮৩৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৮২২৪জন। এই সালে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৭.০২ শতাংশ। যাদের মধ্যে ১৫১৭৯ জন ছাত্র এবং ৩২৬১৯ জন ছাত্রী পাশ করেছে। 

আরও পড়ুন- Madhyamik Results 2022: ৩ জুন মাধ্যমিকের ফল ঘোষণা, সকাল ১০টা থেকে জানা যাবে ফল

চলতি বছর আলিম পরীক্ষা(Alim Exam Result 2022) দিয়েছিলেন ১২০৭৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩৫৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬৭২১জন। এই সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৯.৮৭ শতাংশ। যাদের মধ্যে ৫০৫০ জন ছাত্র এবং ৫৭০৭ জন ছাত্রী পাশ করেছে। আলিম পরীক্ষায় এবছর যুগ্ম ভাবে শীর্ষ স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলফাজ শেখ এবং উত্তর ২৪ পরগনার আমদাঙা কেন্দ্রীয় সিদ্দিকীয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ মুজাহিদুল ইসলাম। তাদের দুজনের প্রাপ্ত নম্বর ৮৪০। 

চলতি বছর ফাজিল পরীক্ষা(Fajil Exam Result 2022) দিয়েছিলেন ৫০৩৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৬১৪ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ২৪২০জন। এই সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯০.৬৮ শতাংশ। যাদের মধ্যে ২৪৬৮ জন ছাত্র এবং ২০৭৭ জন ছাত্রী পাশ করেছে। ফাজিল পরীক্ষায় এবছর শীর্ষ স্থান অধিকার করেছে মালদার দারিয়া সেরাজুলোলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলকম। তার প্রাপ্ত নম্বর ৫৫৫। 

madrasaResultsHigh Madrasa Result 2022

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি